ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

মধুপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, মে ১৩, ২০২০
মধুপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ মে) মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পূর্বাহ্ন থেকে ওই লোকটি মঙ্গলবার কাকরাইদের নির্মাণাধীন শস্য সাইলো (আধুনিক গোডাউন) গেটে রাস্তার পাশে শুয়ে ছিল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

পাগল বলে কেউ কাছে গিয়ে খোঁজ নেয়নি। দুপুরের পর তার দেহ নড়াচড়া করতে না দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।  

মধুপুর থানার অরণখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুস সামাদ বাংলানিউজকে জানান, স্থানীয়দের খবর পেয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্ভবত লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, মে ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।