ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে বিপণিবিতান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, মে ১০, ২০২০
বরিশালে বিপণিবিতান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের মেয়রের আহবানে সাড়া দিয়ে নগরীর চকবাজার, কাঠপট্টি, গীর্জামহল্লা, লাইনরোড, পদ্মাবতী ও সদর রোডে বিপণিবিতান বন্ধ রেখেছেন দোকান মালিকরা। তবে অলিতে-গলিতে দোকান-পাট খোলা রয়েছে।

পূর্ব ঘোষণা অনুসারে রোববার (১০ মে) সকাল ৯টার দিকে নগরীর ব্যবসা কেন্দ্র চকবাজার ও কাঠপট্টি-পদ্মাবতী এলাকায় নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হাজির হন মালিক ও কর্মচারীরা। তবে মালিক সমিতির শনিবার গভীর রাতের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত জানতে পেরে কোনো ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান খোলেননি।

তারা জানান, সিদ্ধান্তটি গভীর রাতে হওয়ায় বেশিরভাগ দোকন মালিকের বিষয়টি জানা না থাকায় দোকানের সামনে হাজির হয়েছিলেন। জানতে পেরে তারা আর দোকান খোলেননি।

তবে নগরীর হেমায়েত উদ্দিন রোডে ও অলিতে-গলিতে ২/১টি দোকান সামান্য খোলা রাখতে দেখা গেলেও তারা এ নিয়ে কথা বলতে রাজি হননি।

বরিশাল চকবাজার-কাঠপট্টি-পদ্মাবতী ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম জানান, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের আহবানে সাড়া দিয়ে করোনার সংক্রমণ থেকে নগরবাসীকে রক্ষা করতে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বরিশালের ব্যবসায়ীরা রোববার থেকে দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ জনগণের স্বার্থে ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার অনুরোধ জানান। শনিবার মধ্যরাতে মেয়রের সঙ্গে বৈঠক শেষে বন্ধ রাখার ঘোষণা দেন ব্যবসায়ীরা। তবে দোকান খোলা রাখার সংবাদে কেনাকাটা করতে এসে ফিরে গেছেন ক্রেতারা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ১০, ২০২০
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ