ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামুতে দেড় হাজার মানুষকে ইফতার সামগ্রী দিলেন বৌদ্ধ ভিক্ষু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, মে ৯, ২০২০
রামুতে দেড় হাজার মানুষকে ইফতার সামগ্রী দিলেন বৌদ্ধ ভিক্ষু

কক্সবাজার: কক্সবাজারের রামুতে সম্রাট অশোক নির্মিত ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারে রমজান উপলক্ষে প্রায় দেড় হাজার মানুষকে ইফতার সামগ্রী দিলেন এক বৌদ্ধ ভিক্ষু।

সম্প্রতি করোনা পরিস্থিতিকে কর্মহীন হয়ে পড়া লোকজনের পাশে দাঁড়াতে এ মহৎ উদ্যোগ বাস্তবায়ন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন থেরো। বৌদ্ধ ভিক্ষুর এ উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত বলে অনেকেই মনে করছেন।

শুক্রবার (৮ মে) বিকেলে বিহার বিহারের নিচে প্রাচীন বটবৃক্ষ প্রাঙ্গনে ইউনিয়নের প্রায় ২০টি মসজিদের ইমাম ও এসব মসজিদের আওতাধীন ৮০টি পরিবারের মধ্যে এসব ইফতার সামগ্রী তুলে দেন। যেখানে ছিল অন্তত এক হাজার ৫০০ মানুষের ইফতার।

বৌদ্ধ ভিক্ষুর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাংলানিউজকে জানান, একজন বৌদ্ধ ভিক্ষু হয়েও রমজান মাসকে সম্মান জানিয়ে ইফতার সামগ্রী নিয়ে মসজিদের ইমাম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো অবশ্যই প্রশসংনীয় উদ্যোগ। এলাকার চেয়ারম্যান হিসেবে আমি তাকে ধন্যবাদ জানাই।

শ্রী জ্যোতিসেন থেরো জানান, ধর্মীয় পরিচয়ে নয়, আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবো এটাই বাস্তবতা। তাই পবিত্র রমজান মাসে রোজাদারদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দবোধ করছি।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির দুর্দিনে মানুষের পাশে থাকা মানুষ হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য। মূলত এ দায়বোধ থেকেই আমার এ উদ্যোগ।

বেশ কয়েক বছর আগে থেকেই ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ বিহারে অসহায় রোজাদারদের মধ্যে প্রতিদিন ইফতার বিতরণ করতেন একুশে পদকপ্রাপ্ত সদ্যপ্রয়াত অধ্যক্ষ শুদ্ধানন্দ মহাথের।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, মে ০৯, ২০২০ 
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।