ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

নলছিটিতে সরকারি চাল মজুদ রাখায় দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৫, মে ৩, ২০২০
নলছিটিতে সরকারি চাল মজুদ রাখায় দণ্ড

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল অসত্য তথ্য দিয়ে সংগ্রহ ও মজুদ রাখার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ মে) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম হাওলাদার উপজেলার কুশঙ্গল গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে আব্দুর রহিম হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৪ বস্তা চাল উদ্ধার করা হয়।

নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন জানান, অসত্য তথ্য দিয়ে বিভিন্ন সময় সরকারি চাল সংগ্রহ করার কথা স্বীকার করলে আব্দুর রহিম হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, মে ০৩, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।