ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

নওগাঁয় ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, মে ২, ২০২০
নওগাঁয় ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেফতার

নওগাঁ: নওগাঁর রাণীনগরে বিভিন্ন সময়ে পুলিশ পরিচয়দানকারী আকমল আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 
 

শনিবার (০২ মে ) সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকমল সিরাজগঞ্জ জেলার চৌহালি থানার চরকাঠালি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।



রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, আকমল দীর্ঘদিন ধরে জেলার সদর উপজেলার চন্ডিপুরগ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং ছদ্মবেশে রাণীনগর বটতলী মোড়ে কাপড়ের ব্যবসা করতেন। ব্যবসার আড়ালে আকমল মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন দপ্তরের ভুয়া সচিব, পুলিশের এসপি, ডিসি, ইউএনওসহ উর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করতেন। আকমলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ভুয়া উর্ধ্বতন কর্মকর্তা সেজে চাঁদাবাজির একাধিক মামলাও রয়েছে।  

এসব মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার মোবাইল ফোন ট্র্যাক করে উপজেলা বাজার থেকে তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ০২, ২০২০

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।