ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কর্মসূচিহীন ভিন্ন পরিবেশে পালিত হচ্ছে এবারের মে দিবস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, মে ১, ২০২০
কর্মসূচিহীন ভিন্ন পরিবেশে পালিত হচ্ছে এবারের মে দিবস

ঢাকা: করোনা ভাইরাসের কারণে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই বিশ্বব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমজীবী খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এই দিনটিতে কোনো দেশেই কোনো কর্মসূচি পালিত হচ্ছে না। করোনা ভাইরাসের কারণে সব কাজ বন্ধ থাকায় কোটি কোটি শ্রমিক কাজ হারানোর ঝুঁকিতে রয়েছেন। 
 

১৮৮৬ সালের এইদিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। ওই আন্দোলন দমনে শ্রমিকদের উপর পুলিশ গুলি চালায়।

ওই আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন কয়েকজন বিপ্লবী শ্রমিক। এই দিনটির স্মরণে প্রতি বছর বিশ্বের দেশে দেশে পালিত হয়ে আসছে মহান মে দিবস।

দিবসটিতে বিশ্বের প্রায় প্রতিটি দেশে সরকারি, বেসরকারি, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনগুলো দিবসটি পালন করে।

দিবস উপলক্ষে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ শ্রমিক লাল পতাকা হাতে নিয়ে বিশাল বিশাল র‌্যালি বের করে। অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশে।
কিন্তু চলতি বছর সারা বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) দাপট। প্রতি দিনই হাজার হাজার মানুষ এই করোনার কারণে প্রাণ হারাচ্ছেন।

করোনা পরিস্থিতি মোকাবিলায় সারা বিশ্ব জুড়েই দেশে দেশে চলছে লকডাউন। কোনো কোনো দেশে কারফিউ জারি করা হয়েছে। সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণেই এ বছর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম মুখর এই দিনটি কোনো কর্মসূচি ছাড়া ভিন্নভাবে পালিত হচ্ছে।

শুধু তাই নয়, বলা হচ্ছে করোনার কারণে কলকারখানাসহ সব কাজ বন্ধ থাকায় বিশ্বের ১৬০ কোটি শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে এবার অতিবাহিত হচ্ছে বিশ্বের শ্রমজীবী মানুষের মহান মে দিবস।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ০১, ২০২০
এসকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ