ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাংবাদিক হুমায়ুন কবিরের মৃত্যুতে আইজিপির শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
সাংবাদিক হুমায়ুন কবিরের মৃত্যুতে আইজিপির শোক

ঢাকা: দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকনের (৪৭) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (২৯ এপ্রিল) এক শোকবার্তায় আইজিপি বলেন, একজন নিষ্ঠাবান সা়ংবাদিক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার ক্ষেত্রে কবিরের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার অকাল মৃত্যুতে সংবাদপত্র জগতের অপূরণীয় ক্ষতি হলো।

মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান আইজিপি।

এরআগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান সাংবাদিক খোকন। মৃত্যুর পর চিকিৎসকরা তার করোনা আক্রান্ত হওয়ার সন্দেহের কথা বলেছিলেন। বুধবার পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা নিশ্চিত হন, সাংবাদিক খোকন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।