ঢাকা, বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে ২০২৪, ১৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী ধর্ষিত, আদালতে জবানবন্দি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী ধর্ষিত, আদালতে জবানবন্দি

ফেনী: ফেনীর সোনাগাজীতে ডাকাতিকালে ধর্ষিতা মাদ্রাসা ছাত্রীর (১৬) জবানবন্দি রেকর্ড করেছে আদালত। 

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে ধর্ষিতা ২২ ধারায় জবানবন্দি প্রদান করে। এর আগে সকালে ফেনী জেনারেল হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এক বাড়িতে ডাকাতিকালে মাদ্রাসা শিক্ষার্থী কিশোরীকে ধর্ষণ করে এক ডাকাত।

তার পরিবার জানায়, ডাকাতরা পরিবারের সবাইকে বেঁধে নগদ ১৫ হাজার টাকা, ১টি মোবাইল ফোন ও ১টি লাইট নিয়ে যায় এবং মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় গৃহকর্তা ও তার স্ত্রীকে মারধর করে ডাকাতদল।

এ ঘটনায় শুক্রবার ধর্ষিতার পিতা বাদি হয়ে অজ্ঞাত ৪ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে।

অপরদিকে সোনাগাজী মডেল থানার ওসি মো. মঈন উদ্দিন আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। জেলা পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, একই আদেশে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলামকে সোনাগাজী মডেল থানায় বদলি করা হয়।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
এসএইচডি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।