ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় দুই তরুণের উদ্যোগে বিনামূল্যের সবজি বাজার

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, এপ্রিল ২৩, ২০২০
আশুলিয়ায় দুই তরুণের উদ্যোগে বিনামূল্যের সবজি বাজার

সাভার (ঢাকা): করোনার কারণে যারা ঘর থেকে বের হতে পারছেন না, যেতে পারছে না কর্মস্থলে এমন কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিনামূল্যের বাজার কার্যক্রমের পরিকল্পনা করেন আশুলিয়ার মো. সজল ও মো. আসলাম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে আশুলিয়ার দূর্গাপুরে এই সাহায্য কার্যক্রম পরিচালিত হয়।   এসময় প্রায় ৫৫০ মানুষের মাঝে শাক-সবজি বিতরণ করা হয়।

আলু, মিষ্টি কুমড়া, পালং শাক, বেগুন, করলা, টমেটো, কাঁচা মরিচসহ দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব ধরনের শাক-সবজি কর্মহীন মানুষদের মধ্যে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।

ছবি: বাংলানিউজ

সমাজসেবক মো. সজল বাংলানিউজকে বলেন, প্রথমে ভেবেছিলাম ২৫০ থেকে ৩০০ জনকে সাহায্য করবো। কিন্তু মানুষের স্রোত দেখে আবারো বাজার করা লাগে আমাদের। পরে আমরা মোট ৫৫০ জনের মতো মানুষকে সহায়তা করতে পেরেছি।

মো. আসলাম বলেন, আমরা সারা বছর যে যার মতো নিজেদের নিয়েই ব্যস্ত থাকি। এখন মানুষের পাশে দাঁড়ানোর সময়। তাই কর্মহীনদের স্বাস্থ্যের দিকে তাকিয়ে আমরা সবজি বিতরণ করার চিন্তাভাবনা করি।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।