ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

কিসের লকডাউন, কোথায় পুলিশ?

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫০, এপ্রিল ১৪, ২০২০
কিসের লকডাউন, কোথায় পুলিশ?

নারায়ণগঞ্জ: ‘লকডাউন! কিসের লকডাউন, কোথায় পুলিশ? আমরা তো সকাল থেকে শহরের কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোন অবস্থান বা কঠোরতা দেখলাম না। মানুষ নিজেরাই কম বের হচ্ছে। কিন্তু প্রশাসনের তেমন কোন তৎপরতা নেই।’

কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় নিজের পরিবারের জন্যঔষধ কিনতে বের হওয়া আজগর আলী।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে তিনি এ কথাগুলো বলেন।

এসময় চাষাঢ়া এলাকা কিংবা আশেপাশে লকডাউন নিশ্চিত করতে প্রশাসনের কোন কড়াকড়ি কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর জোরালো অবস্থান লক্ষ্য করা যায়নি। এসময়ের মধ্যে চাষাঢ়া এলাকা সহ শহরের বিভিন্ন এলাকায়ও প্রশাসনের কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোন সক্রিয়তা দেখা যায়নি।  

তবে বিভিন্ন এলাকায় কিছু স্বেচ্ছাসেবী ও স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধিদের দেখা যায় সক্রিয়ভাবে মানুষকে মাইকিং করে ঘরে থাকতে আহবান করতে।  

গত ৮ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এ ঘোষণার পর ৮ এপ্রিল থেকে মানুষ মনে করেছিল যারা অসচেতন হয়ে এখনো বাইরে ঘুরাফেরা করছেন তাদেরকে ঘরে ফেরাতে সর্বোচ্চ কঠোর হয়ে মাঠে থাকবে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু এরকম কোন কিছুই নজরে আসেনি স্থানীয়দের।  

এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, পুলিশ রয়েছে, অন্যান্য বাহিনীর সদস্যরাও রয়েছে। তারা বিভিন্ন স্থানেই টহলে রয়েছেন। এ ছাড়া আমরাও সচেতন করছি মানুষকে ঘরে থাকতে। এখনো যারা বাইরে আছেন অসচেতনভাবে তাদের মৃত্যুকে তারা নিজেরাই আলিঙ্গন করতে চাচ্ছেন।  

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।