ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাপাহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
সাপাহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামে নিজ ঘর থেকে আদুরী আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। আদুরী ওই উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের আইয়ুব আলীর স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে আদুরীর সঙ্গে তার শাশুড়ির বাকবিতণ্ডা হয়। এরপর শাশুড়ির ওপর অভিমান করে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূর। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে জানান, গৃহবধূর মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।