ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: মুক্তির অপেক্ষায় সাতক্ষীরা কারাগারের ৩৭ কয়েদি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
করোনা: মুক্তির অপেক্ষায় সাতক্ষীরা কারাগারের ৩৭ কয়েদি

সাতক্ষীরা: করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকারের বিশেষ ক্ষমতার আওতায় মানবিক কারণে সাতক্ষীরা কারাগারের ৩৭ জন কয়েদিকে মুক্তির সুপারিশ করে মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে জেলা কারা কর্তৃপক্ষ। এদের মধ্যে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ২৭ জন ও ২০ বছরের ঊর্ধ্বে কারাগারে রয়েছেন এমন ১০ জনের নাম রয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন সাতক্ষীরা কারাগারের জেলার তুহিন কান্তি খান।

তিনি বলেন, সাতক্ষীরা কারাগারের ধারণ ক্ষমতা ৪০০ বন্দির।

এর মধ্যে পুরুষ বন্দি ৩৬০ জন ও নারী বন্দি ৪০ জন। সোমবার দুপুর পর্যন্ত কারাগারে বন্দি ছিল ৫২২ জন। এদের মধ্যে নারী রয়েছেন ১৬ জন। অন্যরা সবাই পুরুষ। মন্ত্রণালয়ের পত্র পেলে নির্দেশনা অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।