ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

জামালপুরে ত্রাণ লুট করলো ক্ষুধার্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
জামালপুরে ত্রাণ লুট করলো ক্ষুধার্তরা

জামালপুর: জামালপুরের পৌরসভায় ত্রাণের গাড়ি থেকে সব খাদ্যসামগ্রী লুট করে নিলো ক্ষুর্ধাতরা। তবে বিষয়টি অস্বীকার করেছেন জামালপুরের মেয়র সাখাওয়াতুল আলম মনি।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভা শহরের মুকুন্দবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই পৌরসভার ত্রাণবোঝাই একটি ট্রাক মুকুন্দবাড়ী এলাকায় বিতরণ করতে যায়।

কিছু মানুষকে এসব ত্রাণ দেওয়া শুরু করলেও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় ত্রাণ নিতে আসা মানুষ ক্ষুব্ধ হয়ে ত্রাণের গাড়িতে হামলা করে সব খাদ্যসামগ্রী ছিনিয়ে নেয়।

এদিকে বিষয়টি অস্বীকার করে জামালপুর পৌরসভায় মেয়র মীর্জা সাখায়াতুল হক মনি বাংলানিউজকে জানান, একটু সমস্যা হলেও মুকুন্দবাড়ী এলাকায় অসহায় ৫০০ মানুষের মধ্যে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।