ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩০ মে ২০২৪, ২১ জিলকদ ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
রূপগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট অর্থাৎ কারোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আইতুন্নেসা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাতে নিজের বাড়িতে ওই নারীর মৃত্যু হয়। পূর্বাচল উপ-শহরের ৯নং সেক্টর এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

তার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে আইতুন্নেসার মৃত্যু হয়েছে। তবে ওই নারীর অনেক আগে থেকেই শ্বাসকষ্ট ছিল বলে জানা গেছে।

এলাকাবাসী সন্দেহ করছে ওই নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই স্থানীয় কবরস্থানে তার দাফন করতে গেলে এলাকাবাসী বাধা দেয়।

পরে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের হস্তক্ষেপে এবং প্রশাসনের সমন্বয়ে ওই নারীর দাফন সম্পন্ন হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাঈদ আলম মামনু বলেন, ওই নারী অনেক আগে থেকেই কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এরপরও তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।