ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

কমলনগরে জ্বর-ডায়রিয়ায় যুবকের মৃত্যু, লকডাউনে ৫ পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
কমলনগরে জ্বর-ডায়রিয়ায় যুবকের মৃত্যু, লকডাউনে ৫ পরিবার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে করোনার উপসর্গ জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আশরাফ উদ্দিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ঘটনায় স্থানীয় ৫টি পরিবারকে লকডাউনের আওতায় এনেছে প্রশাসন। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার সাহেবের হাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে শ্বশুর বাড়িতে মৃত্যু হয় আশরাফ উদ্দিনের। স্থায়ী নিবাস ভোলা হলেও তিনি লক্ষীপুরের কমলনগরে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।

আশরাফ উদ্দিনের মৃত্যু প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রেজাউল করিম রাজিব বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ওই যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে কিছুটা সুস্থ হলে চিকিৎসকদের পরামর্শে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান। এরই মাঝে বৃহস্পতিবার রাতে ডায়রিয়ার সঙ্গে তার জ্বর দেখা দেয়। একপর্যায়ে তিনি মারা যান। করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, ওই যুবকের করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তার বাড়ির আশপাশের পাঁচটি পরিবারকে লকডাউন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এসআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।