ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে আরও ২ জন করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
মাদারীপুরে আরও ২ জন করোনায় আক্রান্ত

মাদারীপুর: গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে নতুন করে আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মাদারীপুর জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।

শুক্রবার (১০ এপ্রিল) মাদারীপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মাদারীপুর জেলায় আরও দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে জেলায় এ পর্যন্ত ১৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়াদের মধ্যে পাঁচজনের শরীরে নতুন করে আবারো দেখা দিয়েছে করোনা ভাইরাস। বর্তমানে জেলা সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছে ৯ জন রোগী। তাদের সবার বাড়ি জেলার শিবচর উপজেলার বিভিন্নস্থানে বলে জানা গেছে।

মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মধ্যে করোনা ভাইরাস পাওয়া গেছে। এখন পর্যন্ত ৫৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।