ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফায়ার সার্ভিসের ল্যান্ড ফোন বিকল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
ফায়ার সার্ভিসের ল্যান্ড ফোন বিকল

ঢাকা: অগ্নিকাণ্ড-বিস্ফোরণ ও দুর্ঘটনা সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য নির্ধারিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ল্যান্ড ফোনটি বর্তমানে বিকল রয়েছে। সবাইকে প্রয়োজনে বিকল্প মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের ঢাকাস্থ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ৯৫৫-৫৫৫৫ ফোন নম্বরসহ ল্যান্ড ফোনগুলো সাময়িকভাবে বিকল থাকায় জরুরি সেবা পেতে সবাইকে মোবাইল নম্বরগুলোতে যোগাযোগের অনুরোধ জানানো হচ্ছে।

নম্বরগুলো হচ্ছে, ০১৭৩০-৩৩৬৬৯৯, ০১৭১৩-০৩৮১৮১, ০১৭১৩-০৩৮১৮২, ০১৯৬৮-৮৮১১১১।

এছাড়া, আগুনের যেকোনো সংবাদের জন্য জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন করলে তারা ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।