ঢাকা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীর পূর্ব মনিপুরে যুবলীগের খাদ্য বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৯, এপ্রিল ১০, ২০২০
রাজধানীর পূর্ব মনিপুরে যুবলীগের খাদ্য বিতরণ

ঢাকা: রাজধানীর পূর্ব মনিপুরে কর্মহীন গরীব মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব লীগ।

যুব লীগের পক্ষ্য থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ১৩ নং ওয়ার্ডে যুবলীগের উদ্যোগে পুর্ব মনিপুরে এ খাদ্য দ্রব্য বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে করোনায় কর্মহীন গরীব অসহায় , সাধারন মানুষের মাঝে বিনামূল্যে এ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য  বিতরণ করা হয়।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ সভাপতি জাফর ইকবাল এ খাদ্য দ্রব্য বিতরণ করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা আবুল হোসেন ও আবু ছামা অপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪১৯ ঘন্টা, এপ্রিল ১০, ২০২০
এসকে/এসই/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।