ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: নিষেধাজ্ঞার আওতামুক্ত যেসব বাহন-কর্মী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
করোনা: নিষেধাজ্ঞার আওতামুক্ত যেসব বাহন-কর্মী

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং জনস্বার্থে চলাচল ও গমনাগমন নিষেধাজ্ঞার মধ্যে জরুরি সেবা ও সরবরাহ-শৃঙ্খলা যথাসম্ভব স্বাভাবিক রাখার স্বার্থে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বেশ কিছু শিল্পসংশ্লিষ্ট বাহন ও তার কর্মীরা।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।

এসময়ে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে যেসব বাহন ও কর্মীরা সেগুলো হলো-

** বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা।

** চিকিৎসা সেবায় নিয়োজিত এবং ওষুধ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা।

** ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।

** নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী, খাদ্যদ্রব্য, শিশু খাদ্য, দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য এবং পশু খাদ্য পরিবহনকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা।

** কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি ইত্যাদি পণ্য পরিবহনকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা।

** কৃষি পণ্য উৎপাদন, মৎস ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন, দুগ্ধ পণ্য উৎপাদন, খাদ্যদ্রব্য উৎপাদনসহ জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহনকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা।

** উপরোক্ত পরিষেবাসমূহ সংশ্লিষ্ট রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এমইউএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।