ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে দুস্থ পরিবারে খাদ্যসামগ্রী দিল বসুন্ধরা গ্রুপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
মানিকগঞ্জে দুস্থ পরিবারে খাদ্যসামগ্রী দিল বসুন্ধরা গ্রুপ

মানিকগঞ্জ: মানিকগঞ্জে দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

জেলার জনপ্রতিনিধিদের মাধ্যমে গত দুই তিন ধরে খাদ্য সহায়তা দিচ্ছে বসুন্ধারা গ্রুপ। বুধবারও (০৮ এপ্রিল) তিন হাজার ব্যাগ খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়।

জানা যায়, আট কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি চিনি ও এক লিটার তেলসহ মোট ১২ কেজি ওজনের খাদ্য রয়েছে প্রতিটি ব্যাগে। সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করার জন্য মানিকগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে এই খাদ্য সাহায়তা।

বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু বাংলানিউজকে বলেন, ১৫ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি চলবে। প্রয়োজনে কর্মসূচির মেয়াদ আরও বাড়ানো হবে।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।