ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় আক্রান্ত যুবক পলাতক, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
করোনায় আক্রান্ত যুবক পলাতক, হন্যে হয়ে খুঁজছে পুলিশ করোনা আক্রান্ত সেই যুববকে হন্যে হয়ে খুঁজছে দক্ষিনখান থানা পুলিশ

ঢাকা: রাজধানীর দক্ষিনখান থানাধীন আশকোনা এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত এক যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার (০৭ এপ্রিল) আশকোনা উত্তর পাড়া এলাকায় ওই আক্রান্ত যুবকের বসবাসরত ভবনটি লকডাউন করতে গিয়ে রোগীর সন্ধান পাচ্ছে না পুলিশ।

এ অবস্থায় ওই করোনা রোগীকে হন্যে হয়ে খুঁজছে দক্ষিনখান থানা পুলিশ।

সন্ধ্যার পর থেকে নিখোঁজের সন্ধান পেতে পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকার একটি বাসার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন মর্মে বাসাটি লকডাউন করার নির্দেশনা পায় পুলিশ। কিন্তু ওই বাসায় যাবার পর পুলিশ জানতে পারে করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবক পলাতক রয়েছেন। এরপর থেকে তার সন্ধানে তৎপরতা শুরু করে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
পিএম/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।