ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিএনসিসির কবরে জিয়ারত বন্ধ, দাফন চলবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
ডিএনসিসির কবরে জিয়ারত বন্ধ, দাফন চলবে

ঢাকা: করোনা পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কবরস্থানগুলোতে সাময়িকভাবে জিয়ারত, দোয়া ও মোনাজাত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মৃত ব্যক্তির দাফন করার মতো স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসিসি।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের মারাত্মক সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষার উদ্দেশ্যে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কবরস্থানগুলোতে কবর জিয়ারত, দোয়া, মোনাজাত ইত্যাদি সাময়িকভাবে বন্ধ রয়েছে।

তবে মৃত ব্যক্তির দাফনের কাজ অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ০৭ এপ্রিল,২০২০
এসএইচএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।