ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

লালমোহনে করোনা সন্দেহে বাড়ি ‘লকডাউন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
লালমোহনে করোনা সন্দেহে বাড়ি ‘লকডাউন’

ভোলা: করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় ভোলার লালমোহন উপজেলায় একটি বাড়ির ৯টি ঘর লকডাউন করা হয়েছে।

ঢাকার নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত একটি বাড়ি থেকে এক যুবক পালিয়ে আসার পর নিজ গ্রামের বাড়ি ‘লকডাউন’ করা হয়।  

ওই যুবকের করোনা সংক্রমণ থাকতে পারে সন্দেহে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন বাড়ি লকডাউন করে দেয়।

 
পালিয়ে আসা যুবককে আলাদা ঘরে রাখার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর ৯ নম্বর ওয়ার্ডের কালাগাজী বাড়িটিও লকডাউনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমি জানান, ঢাকার নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসা যুবকের নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে। যতদিন পর্যন্ত ওই যুবককে চিকিৎসকরা নিরাপদ মনে না করবেন, ততদিন পর্যন্ত পুরো বাড়ি লকডাউনে থাকবে। এ জন্য সেখানে দুইজন গ্রাম পুলিশকে সার্বক্ষণিক মোতায়েন করা হয়েছে।
তিনি আরো জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে এসে ওই যুবক নিজ বাড়িতে আত্মগোপনে ছিলো, তাকে খুঁজে বের করে লকডাউন করা হয়।  

এদিকে করোনা সন্দেহে বাড়ি লকডাউনের খবরে উপজেলার ওই এলাকাটিতে নতুন করে শঙ্কার সৃস্টি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।