ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

উজিরপুরে ৫ বাড়ি লকডাউন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৬, এপ্রিল ৭, ২০২০
উজিরপুরে ৫ বাড়ি লকডাউন

বরিশাল: ৬০ বছরের এক ব্যক্তির শরীরে করোনার উপসর্গ পাওয়ায় বরিশালের উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণতি বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, এই পাঁচটি বাড়ির সব কয়টি পাশাপাশি।

এর একটি বাড়িতে একজন ব্যক্তির জ্বর, কাশি ও গলাব্যথা অর্থাৎ করোনার উপসর্গ দেখা দিয়েছে। তাকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দেখভাল করা হচ্ছে।

অপরদিকে, আগাম সতর্কতা হিসেবে পাঁচটি বাড়িই লকডাউনের আওতাও রাখা হয়েছে। এসব বাড়ির লোকজন নিজ নিজ ঘর থেকে যাতে বাহিরে বের না হয় অর্থাৎ হোম কোয়ারেন্টিনে থাকেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার (০৭ এপ্রিল) স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠাবে। পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে লকডাউনে থাকা বাড়িগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।