ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
সৈয়দপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুরে বিষ ছিটিয়ে বিভিন্ন জাতের দুই লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। 

সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার কয়া গ্রামে এ ঘটনা ঘটে।  

মাছচাষি গোলাহাট ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত বছর গোলাহাট গ্রামে বাবু নামে একজনের পুকুর তিন বছরের চুক্তিতে নিয়ে তেলাপিয়া, জাপানি রুই, বিগ্ৰেড, সিলভার কার্প, কাতলা, চিতল, মৃগেলসহ বেশ কয়েক জাতের মাছচাষ শুরু করি।

প্রায় দুই লক্ষাধিক টাকার মাছ ছিল পুকুরে। সোমবার সকালে পুকুরে এলে মাছ মরে ভেসে থাকতে দেখি। পরে জাল দিয়ে পুকুর থেকে বেশ কয়েক মণ মরা মাছ ওঠানো হয়।  

তিনি বলেন, শত্রুতাবশত কেউ মাছ নিধনের উদ্দেশ্যে রোববার (৫ এপ্রিল) রাতে পুকুরে বিষ দিয়েছে বলে ধারণা করছি। তবে কে বা কারা এমন নিষ্ঠুর কাজ করলো জানি না। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বাংলানিউজকে বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।