ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে ওএমএসের চাল বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
পঞ্চগড়ে ওএমএসের চাল বিক্রি শুরু

পঞ্চগড়: পঞ্চগড়ে খোলা বাজারে (ওএমএস) ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। জেলা পৌর এলাকার আটটি পয়েন্টে এ চাল বিক্রি কার্যক্রম শুরু হয়। সামাজিক দূরত্ব না মেনে এ চাল কিনতে মানুষজনকে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

রোববার (৫ এপ্রিল) সকালে জেলা শহরের লিচুতলা এলাকায় ওএমএসের এ চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। পঞ্চগড় সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম এর উদ্বোধন করেন।

এসময় খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
 
জানা গেছে, সপ্তাহে তিনদিন আটজন ডিলারের মাধ্যমে ৩০ টন চাল বিতরণ করা হবে। একজন ডিলার প্রতিদিন গড়ে ২৫০ জন মানুষের মধ্যে ১ হাজার ২৫০ কেজি চাল বিতরণ করবেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।