ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

মধুপুরে ওষুধের কাটন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, এপ্রিল ৪, ২০২০
মধুপুরে ওষুধের কাটন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাড়ালজানি এলাকায় ওষুধের কাটনের ভেতর থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, চাড়ালজানি এলাকায় কাগজ কুড়ানোর সময় প্লাস্টিকের একটি ব্যাগে কিছু দেখতে পান হারুন নামে এক ব্যক্তি।

এসময় তিনি ব্যাগটি খুলে ওষুধের একটি কাটনে মেয়ে নবজাতকের মরদেহ দেখে স্থানীয়দের জানান। পরে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে থেকে নবজাতকটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, নবজাতকটির মরদেহের সুরতহাল শেষে সৎকারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।