ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই গার্মেন্টসকর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই গার্মেন্টসকর্মী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের স্বপ্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- নাজমা আক্তার (২৫) ও সাইফুল ইসলাম (৩২) ।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বাংলানিউজকে জানান, কয়েকজন শ্রমিক অটোরিকশা ভাড়া করে নেত্রকোনা থেকে ময়মনসিংহে যাওয়ার পথে স্বপ্নার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুল মারা যান। পরে আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ায় পথে নাজমা মারা যান। আহত দু’জন মমেক হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত দু’জনের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে জানা গেছে তারা দু’জন গার্মেন্টসে চাকরি করেন। তাদের নাম জানা গেলেও ঠিকানা এখনো জানা যায়নি। দু’জনের মরদেহ মমেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই খোরশেদ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
একে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।