ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মোবাইল কলে জানালে পৌঁছে যা‌বে সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
মোবাইল কলে জানালে পৌঁছে যা‌বে সহায়তা

বরিশাল: করোনা পরিস্থিতি মোকাবিলায় পানিসম্পদ প্রতিমন্ত্রী, বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম তার নির্বাচনী এলাকার কর্মহীন অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি হটলাইন চালু করেছেন।

যেখানে ০১৭১২৯৫৫৩৬৭ ও ০১৫৫২৬৫৫০৩৩ নম্বরের দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। এই নম্বরে ফোন দিলে পৌঁছে যা‌বে সহায়তা।



৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বরিশাল অর্থাৎ তার সংসদীয় আসনের মানুষ যারা অনাহারে বা অর্ধাহারে রয়েছেন তারা নিজেরা যোগাযোগ করতে পারবেন। আবার তাদের হয়ে কেউ তথ্যও দিতে পারবেন। পরে খোঁজ-খবর সাপেক্ষে দ্রুত খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হবে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বরাত দিয়ে তার ব্যক্তিগত কর্মকর্তা মো. হা‌দিস মীর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের সঙ্গে আছেন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ফলে যারা অনাহারে বা অর্ধাহারে জীবনযাপন করছেন তাদের সম্পর্কে জানানো হলে খোঁজ-খবর নেওয়া সাপেক্ষে দ্রুত খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।