ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
যশোরে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

যশোর: যশোর শহরে পূর্ব শত্রুতার জের ধরে আল-আমিন (২৭) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

বুধবার (০১ এপ্রিল) রাত ১০টার দিকে যশোর শহরের খড়কি এলাকায় ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন গুরুতর জখম হয়েছে।

নিহত আল আমিন শহরের খড়কি এলাকার আলমগীর হোসেনের ছেলে। একই ঘটনায় আহতরা হলেন, একই এলাকার  আব্দুল খালেকের ছেলে ছোট আল আমিন (২২) ও সাহেব আলী (৪৫)।

আহত সাহেব আলী বাংলানিউজকে বলেন, আল আমিনের সঙ্গে বালু ব্যবসা নিয়ে খড়কীর জামাল, হিরার সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাতে আলামিন বাড়ি ফেরার পথে জামাল, হিরার নেতৃত্বে আরো ৬-৭ জন তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। আমরা বাধা দিলে আমাদেরও আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা আলামিনের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন তবে খুলনা যাওয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
 ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।