ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভালো নেই সেই নারী স্কুটি চালক শাহনাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
ভালো নেই সেই নারী স্কুটি চালক শাহনাজ

ঢাকা: করোনা ভাইরাস পরিস্থিতিতে রাইড শেয়ারিং বন্ধ থাকায় ভালো নেই সেই নারী বাইকার শাহনাজ আক্তার পুতুল। নিজের একমাত্র স্কুটি চালিয়ে জীবিকা নির্বাহ করেন এই সংগ্রামী নারী। আয়ের দ্বিতীয় কোনো উৎস না থাকায় দুই মেয়ে নিয়ে পড়েছেন বিপাকে। ফুরিয়ে গেছে ঘরের চাল ডালসহ  প্রয়োজনীয় খাদ্য। শুভাকাঙ্খীদের দেওয়া খাবার দিয়েই চলছে সংসার।

২০১৯ সালে ১৫ জানুয়ারি মাসে স্কুটি চুরি হয়ে যাওয়ার পর দেশজুড়ে আলোচনায় আসেন জীবন যোদ্ধা এই নারী। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত বাইক ফিরে পান রাজধানীর মিরপুর-১১ এলাকার বাসিন্দা শাহনাজ।

বাংলানিউজের সঙ্গে আলাপকালে শাহনাজ আক্তার বলেন, ‘২৬ মার্চ থেকে রাইড শেয়ারিং বন্ধ থাকায় রাস্তায় আর স্কুটি বের করতে পারিনি। মূলত আমি দিন এনে দিন খাই। কিছু টাকা জমানোরও চেষ্টা করি। কিন্তু যা টাকা পয়সা ছিল কয়েকদিনে শেষ। কিছু মানুষ সাহায্য নিয়ে এগিয়ে এসেছে। সেসব দিয়েই চলছে। ’

দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাহনাজ বলেন, ‘গণমাধ্যম এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে, এজন্য কৃতজ্ঞতা জানাই। আপনারা (সাংবাদিকরা) আছেন বলেই আমার কষ্টের কথা তুলে ধরছেন। ফলে মানুষ সহযোগিতার হাত বাড়াচ্ছে। ’

তিনি বলেন, ‘গত কয়েকদিন খারাপ যাচ্ছিলো। কিছু মানুষ পাশে দাঁড়ানোয় চাল-ডাল পেয়েছি। এখন কিছুটা ভালো যাচ্ছে। তবে এ অবস্থার যাতে দ্রুত পরিবর্তন হয়, সেই কামনা করি। ’ 

শাহনাজ আক্তার পুতুলের ছিনতাই হওয়া স্কুটি ফিরে পাওয়ার প্রায় দেড় বছর হয়ে গেলো। এখনো তিনি জীবিকা নির্বাহ করেন এই স্কুটি চালিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে রাইড শেয়ারিং অ্যাপের চালক বৃদ্ধি হওয়ায় উপার্জন কিছুটা কমে গেছে তার। এই উপার্জন দিয়ে দুই মেয়ে নিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। তার দুই মেয়ে লামিয়া ও সারিকা যথাক্রমে দশম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করছে। স্কুটি হারানোর পর সংগ্রামী জীবন গণমাধ্যমে আসলে শিক্ষামন্ত্রী দীপু মনি তার দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব নেন। বর্তমানে শিক্ষামন্ত্রী শাহনাজের দুই মেয়ের পড়াশোনার খরচ বহন করছেন।
 
শাহনাজ আক্তার বলেন, ‘স্কুটি চুরি হওয়ার পর ব্র্যাক বলেছিলো আমাকে চাকরি দেবে। আমি ব্র্যাকে গাড়ি চালানোর প্রশিক্ষণও নিয়েছি। কিন্তু তারা পরে আর আমাকে চাকরি দেয়নি। আমি আসলে অবাকই হয়েছি। ’

এর আগে গত বছরের ১৫ জানুয়ারি ঢাকায় রাইড শেয়ারিং অ্যাপের স্কুটিচালক শাহনাজ আলোচনায় আসেন। সে সময় একটি লাইন দিয়েই বোধহয় তিনি সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন- ‘আমার বাইকে চড়তে আপনার আপত্তি নাই তো?’

** বাইক খোয়ালেন নারী বাইকার শাহনাজ
** শাহনাজের স্কুটি উদ্ধার করলো পুলিশ
** বাইক ফিরে পেয়ে ‘অবিশ্বাস্য’ বললেন শাহনাজ

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
টিএম/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।