ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় আক্রান্ত সন্দেহে নাচোলে প্রশাসনের নজরদারিতে বাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
করোনায় আক্রান্ত সন্দেহে নাচোলে প্রশাসনের নজরদারিতে বাড়ি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে করোনায় আক্রান্ত রোগী রয়েছে সন্দেহে একটি বাড়ি নজরদারিতে রেখেছে প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, নাচোল পৌর এলাকার শ্রীরামপুর মোহন বাগান মহল্লার ওই বাড়ির ছেলে (১৮) ১৫ দিন আগে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরেন।

এসময় তার শরীরে জ্বর দেখা দিলে প্রতিবেশীরা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়াসহ জনপ্রতিনিধিরা রোগীর বাড়িতে যান। এসময় ওই বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার আহ্বান জানান তারা।

ইউএনও সাবিহা সুলতানা জানান, রোগীকে দেখার পর ওষুধ দেওয়া হয়েছে। আমরা ওই বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার কথা জানিয়েছি। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বাড়িটির প্রতি বিশেষ নজরদারি রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
ইএআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।