ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জ জেলা কারাগারের কারারক্ষীদের সাহায্য পাবে ৫শ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
না’গঞ্জ জেলা কারাগারের কারারক্ষীদের সাহায্য পাবে ৫শ পরিবার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কারাগারে কর্মরত সব কর্মকর্তা ও কারারক্ষীরা তাদের মাসিক রেশনের পুরোটাই প্রদান করছেন করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের সহযোগিতায়।

সোমবার (৩০ মার্চ) বিকেলে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার সুভাষ কুমার ঘোষ।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় ৫০০ হতদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করবেন তারা।

সুভাষ কুমার ঘোষ জানান, নারায়ণগঞ্জ জেলা কারাগারে কর্মরত সব কর্মকর্তা ও কারারক্ষীরা তাদের রেশনের পুরোটাই করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের সহযোগিতায় দান করার সিদ্ধান্ত নিয়েছেন। সবার সম্মতিক্রমে আমরা ৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করবো। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ টা সাবান ও ১টি মাস্ক রয়েছে। এই মাস্ক আবার কারাগারের কারাবন্দিরা তৈরি করেছেন। কারা অভ্যন্তরে কর্মরত কারাবন্দিরা বিগত দিনে যেকোনো পোশাক তৈরি করলে পারিশ্রমিক পেত। কিন্তু মাস্ক তৈরিতে তারা কোনো পারিশ্রমিক নেয়নি।

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।