ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

মোংলায় ৩৪ কেজি হরিণের মাংসসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, মার্চ ৩০, ২০২০
মোংলায় ৩৪ কেজি হরিণের মাংসসহ আটক ১

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ৩৪ কেজি হরিণের মাংসসহ মনির হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার চটেরহাট এলাকার নিতাই খাল থেকে নৌকায় করে মাংস নিয়ে যাওয়ার সময় মনিরকে আটক করা হয়। এসময় তার নৌকাটিও জব্দ করে পুলিশ।

মনির হোসেন রামপাল উপজেলার কাঁঠাল গ্রামের ইউনুস আলীর ছেলে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে ফিরছিলেন মনির। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মনিরকে আটক করা হয়। নৌকায় তল্লাশি চালিয়ে ৩৪ কেজি মাংস পাওয়া যায়। আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত মাংস ও আটক মনিরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।  
 
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।