ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

ভোমরা বন্দর দিয়ে প্রবেশ করছে শত শত যাত্রী, বাড়ছে আতঙ্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, মার্চ ৩০, ২০২০
ভোমরা বন্দর দিয়ে প্রবেশ করছে শত শত যাত্রী, বাড়ছে আতঙ্ক

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন দেশে প্রবেশ করছে শত শত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী। এতে সাধারণ মানুষের মধ্যে করোনো আতঙ্ক বাড়ছে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশ জানায়, রোববার বিকেল ৫টা পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে ১২৭ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে দেশে প্রবেশ করেছে। এ সংখ্যা শনিবার ছিল ১০৪।

 

এছাড়া গত ১ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত শুধু ভোমরা ইমিগ্রেশন দিয়ে ১ হাজার ৬৫৪ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী সাতক্ষীরায় প্রবেশ করেছে। যাদের প্রায় সবারই বাড়ি এ জেলায়।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ সরকার জানান, ভারতে লকডাউনের কারণে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের দেশে যেতে পারছেন না। সেদেশের ইমিগ্রেশন এ ব্যাপারে খুবই কঠোর। অথচ ভারত থেকে বাংলাদেশিরা প্রবেশ করতে পারছে।

তিনি আরো জানান, প্রতিদিনই জেলার প্রতিটি থানায় আগতদের তালিকা পাঠানো হচ্ছে। তারা যাতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকে সে ব্যাপারে নির্দেশনাও দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু বলেন, ভারত থেকে বর্তমানে যারা বাংলাদেশে প্রবেশ করছে তাদের সরকারিভাবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হোক। কারণ হোম কোয়ারেন্টিনে থাকার কথা বললেও তারা বাড়ি গিয়ে তা মানছেন না। এটা করতে ব্যর্থ হলে সাতক্ষীরার মানুষ হুমকির মধ্যে পড়তে পারে।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।