ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: নওগাঁয় দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
করোনা: নওগাঁয় দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

নওগাঁ: করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী দিয়েছে নওগাঁ জেলা প্রশাসন। 

জেলা প্রশাসকের (ডিসি) আয়োজনে রোববার (২৯ মার্চ) দিনগত রাতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও হতদরিদ্রদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন ডিসি হারুন-অর-রশিদ।  

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-মামুন, সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবসহ জেলা প্রশাসনের ভিবিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নওগাঁ সদর উপজেলার কীত্তিপুর ইউনিয়নের কোঁচগাড়ি শংকষাহা গ্রামের নৃগোষ্ঠির ৮০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় ১০ কেজি চাল, ১/২ কেজি নুডুলস, ১ কেজি করে ডাল, চিনি, তেল, লবণ এবং ২ কেজি করে চিড়া দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।