ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা সন্দেহে বগুড়ায় আইসোলেশনে ২ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
করোনা সন্দেহে বগুড়ায় আইসোলেশনে ২ জন বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল। ছবি: বাংলানিউজ

বগুড়া: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুই ব্যক্তিকে বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের ওই হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫ বছর বয়সী যুবককে ভর্তি করা হয় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এবং দ্বিতীয় ব্যক্তিকে ভর্তি করা হয় বিকেল সাড়ে ৪টায়। ২৫ বছর বয়সী যুবকের বাড়ি খুলনা জেলায় ও ৪৫ বছর বয়সী ব্যক্তির বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়।

২৫ বছর বয়সী ওই যুবকের বাড়ি খুলনায় হলেও তিনি চাকরি করেন কুমিল্লার একটি প্রতিষ্ঠানে। তার বাবা চাকরির সুবাদে বগুড়ায় বসবাস করেন। প্রায় ১৪ দিন আগে ওই যুবক বগুড়ায় আসেন। তখন থেকেই তার জ্বর ও কাশি ছিল। তবে এখন তার জ্বর নেই শুধু শ্বাসকষ্ট আছে।

দ্বিতীয় ৪৫ বছরের ওই ব্যক্তি বগুড়ার ধুনটের বাসিন্দা তিনি শনিবার (২৮ মার্চ) ঢাকা থেকে বাড়ি ফেরেন। তার শরীরে জ্বর নেই। তবে শ্বাসকষ্ট রয়েছে।  শ্বাসকষ্টের কারণে তিনি রোববার সকালে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শ্বাসকষ্ট থাকায় ওই রোগীকে পরে করোনা আইসোলেশন ইউনিট হিসেবে মোহাম্মদ আলী হাসপাতালে রেফার্ড করা হয়।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল বাংলানিউজকে জানান, দুই রোগীরই শ্বাসকষ্ট রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার (৩০ মার্চ) তাদের নমুনা সংগ্রহ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।