ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জমে থাকা গ্যাস থেকে ঘরে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী ও সন্তান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
জমে থাকা গ্যাস থেকে ঘরে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী ও সন্তান প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর ভাষানটেক এলাকায় একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডে স্বামী, স্ত্রী ও তাদের সন্তান দগ্ধ হয়েছেন। দগ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ ভাষানটেক শ্যামল পল্লী আবাসিক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন জাকির ( ৪০), তার স্ত্রী রানী (৩৫) এবং তাদের একমাত্র সন্তান রিয়াদ হোসেন জিহাদ (১৭)।

প্রতিবেশী সাখাওয়াত হোসেন দুলাল জানান, রাত সাড়ে এগারোটার দিকে ওই টিনশেড বাড়িতে বিকট শব্দে আগুন ধরে যায়। এতে ঘরের ভেতরে থাকা স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাদের তিনজনের অবস্থাই খারাপ। তিনজনেরই সারা শরীর পুড়ে গেছে।  

ধারণা করা হচ্ছে বাসার ভেতরে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের পরে আগুন ধরে যায়। দুলাল আরো জানান, আনুমানিক ৬ থেকে ৭ মাস আগেও একই জায়গায় একই ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গিয়েছিল।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানান, তিনজনের অবস্থা খুবই সঙ্গিন। তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এজেডএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad