ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
গাজীপুরে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনে বাইমাইল এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আফতাব উদ্দিন রাজ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফতাব উদ্দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কুলিয়াদি এলাকার বাসিন্দা।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জলিল মিয়া জানান, সিএনজিচালিত অটোরিকশাযোগে আফতাব উদ্দিন কোনাবাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় বাইমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আফতাব উদ্দিনসহ ২/৩ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক আফতাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।