ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে কোয়ান্টিনে থাকা ৪১ জনকে ছাড়পত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
রাঙামাটিতে কোয়ান্টিনে থাকা ৪১ জনকে ছাড়পত্র

রাঙামাটি: রাঙামাটিতে হোম কোয়ারেন্টিনে থাকা ৪১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখনও ১১০জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, যারা হোম কোয়ারেন্টিনে আছেন তাদের বেশিরভাগেই বিদেশফেরত।

তবে, রাঙামাটিতে কোয়ারেন্টিনে থাকা কারও শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি।

ইমিগ্রেশন কর্তৃপক্ষের হিসাবে, গত ১ থেকে ২৬ মার্চ পর্যন্ত পাসপোর্টে রাঙামাটি জেলা ঠিকানা ব্যবহার করে ২৪৪ জন প্রবাসী দেশে ফিরেছেন। তবে প্রকৃত তথ্য এখনও জানা যায়নি।

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ বাংলানিউজকে বলেন, আমরা সার্বক্ষণিক চারদিক খবর রাখছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সবার সমন্বয়ে কাজ করছি। পাশাপাশি করোনা মোকাবিলায় স্থানীয়দের সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad