ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
রাঙামাটিতে কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, মামলা

রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলায় এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ভিকটিম নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ তিনি উল্লেখ করেন, বুধবার দুপুরে উপজেলার কচুখালী ভাড়া বাড়ি থেকে নিজ বাড়ি কলমপতি ইউনিয়নের বড়ইছড়ি যাওয়ার পথে একদল মাস্ক পরিহিত যুবক তার ব্যাগে অস্ত্র আছে বলে তল্লাশি চালায়।

এর একপর্যায়ে ওই যুবকেরা তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় ওই কলেজছাত্রীর সঙ্গে থাকা তার দুই ভাগনি চিৎকার করলে যুবকেরা পালিয়ে যায়।

কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান বলেন, এ ঘটনায় শুক্রবার বিকেলে ভিকটিমের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধীরা অজ্ঞাত, তারপরও তাদের ধরতে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।