ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সামাজিক দূরত্ব বজায় রাখতে ফেনীতে ব্যতিক্রমী উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
সামাজিক দূরত্ব বজায় রাখতে ফেনীতে ব্যতিক্রমী উদ্যোগ

ফেনী: করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। অনেকেই সরকারি নির্দেশনা মেনে চলার চেষ্টা করছেন। তবে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য (চাল-ডাল-তেল-লবন ইত্যাদি) কিনতে বা জরুরি প্রয়োজনে অনেককে বাড়ির বাইরে বের হতে হচ্ছে। জরুরি প্রয়োজনে বের হওয়া এসব মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফেনীর কয়েকজন যুবক।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় ফেনীতে ওষুধ দোকান, কাঁচাবাজার, শপিংমলের সামনে রাস্তায় চলাচলকারী মানুষকে সামাজিক দুরুত্ব বজায় রাখতে সাদা রং দিয়ে চিহ্ন করে দিয়েছে যুবকেরা।

যুবকদের এমন উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছে জেলা পুলিশ বিভাগ।

সন্ধ্যায় শহরের ট্রাংক রোড়, মুক্তবাজারসহ বিভিন্ন এলাকায় যুবকদের সচেতনতামূলক এ কাজে অংশ গ্রহণ করে ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. আলমগীর হোসেনসহ পুলিশ সদস্যরা।

ওসি আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, যুবকদের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এ কাজে যুবকদের আর্থিক সহায়তারও ঘোষণা দেন তিনি। জেলা পুলিশ সুপার মো. নুরুন্নবী জানিয়েছেন সচেতনামূলক এ কাজ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতে পুলিশের সহায়তা থাকবে।

তিনি জানান, লোকজনের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শহরের ট্রাংক রোড়, বড় বাজার, মহিপাল বাজার, পৌর হকার্স মার্কেটসহ বিভিন্ন এলাকায় ওষুধ এবং মুদি দোকানের সামনে তিন ফুট দূরত্বে এ চিহ্ন এঁকে দেওয়া হবে ক্রমান্বয়ে। চিহ্ন মেনে কেনাকাটা করতে স্থানীয়দের আমরা উদ্বুদ্ধ করবো। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করবো।

শহরের মুক্তবাজার এলাকায় দেখা যায়, ক্রেতারা এসে এসব চিহ্নিত স্থানে দাঁড়াচ্ছেন। সামনের ব্যক্তি কেনাকাটা করে স্থান ত্যাগ করলে পেছনের ব্যক্তি চিহ্নিত স্থানে অপেক্ষা করছেন। ফলে ঘর থেকে বের হওয়া লোকজন একে অন্যের সংস্পর্শে আসছেন না।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।