ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

হালখাতা করায় ৩০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৬, মার্চ ২৭, ২০২০
হালখাতা করায় ৩০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হালখাতা করায় মেসার্স আজিজ ট্রেডিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এই জরিমানা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন।
 
এদিকে, করোনোর সংক্রমণ রোধে উপজেলা ব্যাপী প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মত। মানুষকে ঘরে ফেরার আহবান জানিয়ে সারাক্ষণ চলছে মাইকিং, ছিটানো হচ্ছে  জীবাণুনাশক। হোম কোয়ারেন্টিন নিশ্চিতে চলছে বাড়ি বাড়ি অভিযান।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘন্টা, মার্চ ২৭, ২০২০
এসএমএকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।