ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

সন্ধ্যার পর সিলেটে দোকানপাট বন্ধের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১১, মার্চ ২৪, ২০২০
সন্ধ্যার পর সিলেটে দোকানপাট বন্ধের নির্দেশ সিলেট

সিলেট: প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সিলেটে দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম।

সন্ধ্যার পর নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান, ফার্মেসি ছাড়া বাকি সব বন্ধ রাখতে হবে। হোটেল-রেস্তোরাঁয় টেলিভিশন বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি।

সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) মো.ফরিদ উদ্দিন, এসএমপির অতিরিক্ত কমিশনার আজবাহার আলী শেখ, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মীর মাহবুবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।