ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

করোনা ঠেকাতে অর্ধলক্ষাধিক মুসল্লির মোনাজাতের ঘটনা তদন্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
করোনা ঠেকাতে অর্ধলক্ষাধিক মুসল্লির মোনাজাতের ঘটনা তদন্ত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে দোয়া ও মোনাজাতে গণজমায়েতের ঘটনায় তদন্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রিয়াজুল কবির তদন্ত করতে হায়দরগঞ্জে যান।

অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির বাংলানিউজকে বলেন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের জন্য আমাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি।

ঘটনাটি তদন্ত করা হয়েছে। এ নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।  

আওলাদে রাসুল (সাঃ) সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবীরি আল মাদানী বলেন, গণজমায়েতের ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। এমনটি হবে আমাদের জানা ছিল না। সার্বিক বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি থেকে আমরা সতর্ক থাকব।

এর আগে বুধবার (১৮ মার্চ) সকালে হায়দরগঞ্জ তাহেরিয়া আরএম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে করোনা ভাইরাস থেকে মুক্তির আশায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে অর্ধলক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন বলে ধারণা করা হয়।

বাংলাদেশ সময়: ০৬১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এসআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।