ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

মোহাম্মদপুরে ৩ ফার্মেসিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৪, মার্চ ১৬, ২০২০
মোহাম্মদপুরে ৩ ফার্মেসিকে জরিমানা র‌্যাবের অভিযান। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল মার্কেটে অনুমোদনবিহীন এবং অপরিকল্পিতভাবে ওষুধ মজুদ করায় তিন ফার্মেসিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ মার্চ) বিকেল  সাড়ে ৪টায় অভিযান শুরু হয়ে শেষ হয় পৌনে ৭ টায়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।

ফার্মেসিগুলোর মধ্যে কুষ্টিয়া ফার্মাকে ১০ হাজার, তালহা মেডিসিনকে ৪০ হাজার ও সোহেল মেডিকেল হলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-২ (সিপিসি-২) অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন বাংলানিউজকে বলেন, মোহাম্মদপুরে ফার্মেসিগুলোতে অনুমোদনহীন ওষুধ বিক্রি করে আসছিল। এছাড়াও ওষুধগুলো যেভাবে সংরক্ষণের কথা ছিল তারা সেভাবে সংরকষণ করেননি।

তিনি আরও বলেন, ফার্মেসি গুলোর লাইসেন্সের মেয়াদ এক বছর আগে উত্তীর্ণ হয়ে গেছে। এখন পর্যন্ত তারা লাইসেন্স নবায়ন করে নি। এইসব অপরাধের কারণে তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমএমআই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।