ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

মিরপুর ঝুটপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, মার্চ ১৪, ২০২০
মিরপুর ঝুটপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট মিরপুরে ঝুটপট্টিতে অগ্নিকাণ্ড। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বরে ঝুটপট্টি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১টা ২৪ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।

আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।  ছবি: জিএম মুজিবুরতিনি বলেন, দুপুর ১টা ২৪ মিনিটে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসে ১০টি ইউনিট  পরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

এদিকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  রেড ক্রিসেন্ট সোসাইটি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এমএমআই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।