ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে 

ঢাকা: নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৮ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উপলক্ষে অপ্রতিরোধ নারী উদ্যোক্তাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

দীপু মনি বলেন, এখনও সমাজে নারীরা সহিংসতার শিকার হচ্ছেন। সহিংসতা রোধে আইন আছে আমাদের। কিন্তু শুধু আইন থাকলে হবে না, নারীদের প্রতি সহিংসতা রোধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

‘শত বাধা অতিক্রম করে নারীরা এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নারী উন্নয়নের রোল মডেল। রাষ্ট্রের বিভিন্ন পেশায় ও সমাজের বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ এখন দৃশ্যমান। ’

মন্ত্রী বলেন, অপ্রতিরোধ্য গতিতে নারীরা এগিয়ে যাচ্ছে। তাদের এগিয়ে যাওয়ায় যে পুরুষরা সব ক্ষেত্রে সহযোগিতা করছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা। এই অপ্রতিরোধ্য নারীদের সব ক্ষেত্রে আমাদের সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু সব সময় সমঅধিকারের কথা বলে গেছেন। তিনি সংবিধানের নারীদের কথা বলেছেন। নারীদের শিক্ষা, চিকিৎসা ও চাকরি সব ক্ষেত্রেই তার উদ্যোগ ছিল।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনা পরিবার কল্যাণ সমিতি ও প্রয়াস এর প্রধান পৃষ্ঠপোষক দিলশাদ নাহার আজিজ, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি সেলিমা আহমেদ, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক আফজাল প্রমুখ।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক এনাম আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।  

সফল উদ্যোক্তা হিসেবে আটজন নারীকে সম্মাননা দেওয়া হয়। এরা হলেন- রাজিয়া সুলতানা, মরিয়ম আক্তার, আবিদা সুলতানা মুক্তি, তাসলিমা সুলতানা খানম নিসাত, ফরিদা ইয়াসমিন, ডা. ফারজানা রহমান, তাসলিমা ফেরদৌস ও স্বর্ণলতা রায়।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।