ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ফেনীতে ১ কেজি স্বর্ণ উদ্ধার বিজিবি’র 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
ফেনীতে ১ কেজি স্বর্ণ উদ্ধার বিজিবি’র 

ফেনী: ফেনীর ভারতীয় সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বাউর পাথর এলাকা থেকে প্রায় ১ কেজি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

শুক্রবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে বাউর পাথর এলাকার সীমান্ত পিলার-২১৬২/৮ থেকে বাংলাদেশের ২০ গজ ভেতরে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, শুক্রবার সকালে পরশুরাম বিওপি’র নায়েব সুবেদার মো. হাসিবুর রহমানের সঙ্গে ৩ জনের একটি নিয়মিত টহল দল ওই ৯টি স্বর্ণের বার (৯৬৬.৪৮ গ্রাম) উদ্ধারে সক্ষম হয়।

উদ্ধার স্বর্ণের মূল্য বাংলাদেশি অর্থমূল্যে প্রায়  ৪৬ লাখ টাকা।  

টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা শনাক্ত করা যায়নি বলে জানান ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০ 
এসএইচডি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।