ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
রাজধানীতে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর সেগুনবাগিচায় ছাদ থেকে পড়ে গিয়ে তানজিবা রহমত (০৬) নামে একটি শিশু ও কদমতলীর শনিরআখড়া এলাকায় গলায় মাছের কাটা আটকে মাহমুদুল হাসান (০৪) নামে আরেকটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তানজিবা ও বিকেল সাড়ে ৫টায় মাহমুদুলের মৃত্যু হয়।

তানজিবার বাবা রহমত উল্লাহ জানান, দুপুরে বাসার ছাদে খেলছিল শিশু তানজিবা।

তখন সে রেলিংয়ের উপর দিয়ে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়।

শিশু মাহমুদুলের বাবা আনসার আজাদ জানান, দুপুরে খাওয়ার সময় শিশু হাসানের গলায় মাছের কাটা বেধে যায়। এরপর সে বমি করতে থাকে। এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে। বিকেলে ঘুম থেকে না ওঠায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, শিশু দুইটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।